প্রিয়,
তুমি থাকো আমার ধ্যানের মাঝে-
প্রার্থনার এই জায়নামাজে..🌸😊
প্রচন্ডরকমভাবে তোমাকে ভালোবেসে কেউ একজন তীব্রভাবে প্রতারিত হয়েছে, সেই মনস্তাপ কি টের পাও? শহুরে দামি বিলাসী রেস্টুরেন্টে উদরপূর্তি করে,গভীর রাতে অন্য কাউকে ভালোবেসে বেমালুম ভুলে যাও, ” তোমাকে নিয়ে ফুটপাতের টংয়ের দোকানে চায়ে চুমুক দিতে চাওয়া মানুষটার আঁকুতি!! তুমি ভুলে যাও অর্থের ঝনঝনানি, মোহের চাকচিক্যে তুমি স্রেফ একটা প্বার্শ চরিত্র।
ঠিক সেদিনের পর থেকে আমি আর তোমার মুখ কল্পনা করিনি।কল্পনা করিনি বললে ভুল হবে,কারন করেছি।তবে চাইনি।
সেদিনের পর থেকে আমার আর তোমার সাথে দেখা হয়নি। দেখা হয়নি বললে ভুল হবে,কারন আমি তোমাকে দেখেছি।অন্য মানুষের চেহারার মধ্যে,চোখ নাক মুখের সাথে মিলিয়ে মিলিয়ে আমি তোমাকে দেখেছি।তবে আমি তোমাকে দেখতে চাইনি।ঠিক সেদিনের পর থেকে আমি আর কখনো তোমাকে প্রার্থনায় চাইনি।প্রার্থনা করেছি,তোমাকে নিয়েই করেছি।তবে এবার চেয়েছি তোমায় ভুলে যেতে।আগে ঠিক এতবার তোমাকে চেয়ে ফেলেছি যে,আজ তোমাকে ভুলে যেতে চেয়েও ভুলে যাওয়া যাচ্ছে না।সেদিনের পর থেকে কতগুলো সন্ধ্যা কেটে গেছে।অদ্ভুত ব্যাপার এখন তোমার পড়ার সময় আমার কথা মনে পড়ে না।আমারও পড়ে না।দুজেনেই কেমন বদলে গেছি।
সেদিনের পর থেকে আমাদের আর যোগাযোগ হয়নি।সময়ের সাথে সাথে দূরত্বটা কয়েকশো গুন বেড়েছে।সেদিন বলা হয়েছিলো ”সম্পর্কটা শেষ”।হয়েও ছিলো শেষ;শেষ হয়ে কেমন যেনো,থেকে গেছে রেশ।কিন্তু কেনো এই দূরত্ব..??
জানো তুমি আমার পুরো জীবনের সবচেয়ে প্রিয় অপরাধ!
তোমার জন্য পুণ্য ক্ষয়ে শুধু মিলল অভিশাপ।
তোমার সবটাই মিথ্যা ছিলো, হ্যা,সবটা মিথ্যা ছিলো তোমার এই সত্যিটা জানার পরেও পারছি না মেনে নিতে।
কি প্রমাণ দেই বলোতো তোমায় আমার ভালোবাসার??? আজকাল তো নামাজে বসেও তোমার করা অন্যায়ের কথা মনে করে কাঁদি মুখ দিয়ে দোয়া বের হয়না।
বিশ্বাস করো তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ আমি।আজকাল মনে হয় সত্যি সত্যি মনে হয় তোমার সাথে আমার পরিচয় না হলেই হয়তো ভালো ছিলো।
তবে কি জানো,বিশ্বাসের ঘরে চুরি করা মানুষগুলো বাহ্যিকভাবে মানুষের সামনে নিজেকে সুখি মানুষ রুপে প্রমান করলেও তাদের রাত কাটে নির্ঘুম আর অন্তর্দহনে। বিশ্বাস ভাঙ্গা মানুষগুলোর দীর্ঘশ্বাসে তারা নিজে নিজেই লাঞ্ছিত হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে।🖤🖤আচ্ছা তুমিও কি ঘুমাতে পারোনা তোমার করা অন্যায়ের কথা ভেবে নাকি নতুন মানুষের সাথে আদর-আবদারে বেশ ভালোই আছো??আর মনেই জমছে শুধু তোমার নামের আলতো ব্যথা
কষ্ট হচ্ছে আমার খুব তোমার জন্য, তোমাকে জড়িয়ে ধরার তোমার ঘামে ভেজা শরীরের সেই গন্ধ সবকিছু মিলিয়ে ভিতরটা ছাড়খাড় হয়ে যাচ্ছে আমার।তোমাকে দেখার আকুতি নিয়েই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার মতো অসহ্য যন্ত্রণা হচ্ছে আমার।
একটাবার শুধু একটাবার তোমাকে জড়িয়ে ধরার তীব্র ইচ্ছে আমার সেই বিশ্বাসে ভরা কাঁধটায় মাথা রাখা অথবা পরম নিরাপদ ওই তোমার বুকের মধ্যে আশ্রয় চাচ্ছি একটুকুন। যদি পারো সরিয়ে দিও অন্যথায় দাফন করে যেও তাও একটু দিবা????একটাবার…….
লেখক: শিশির
যার উদ্দেশ্যে লেখা: নুর মোহাম্মদ চঞ্চল
