আপনাকে সম্বোধন করার মতো কোনো নাম নেই আমার কাছে। তাই এভাবেই লিখতে হলো।
জানিনা,চিঠিটা আদৌ পড়বেন কিনা তবে এইটুকু নিশ্চিত যদি পড়েন তাহলে এটার কপি গ্রুপে দিয়ে আমাকে নিয়ে মজা নিবেন।আমাকে ছোট করে অপমান করে বিজয় উল্লাসে মেতে উঠবেন।তাও সাহস জমা করে লিখতে বসলাম।
ভালো আছেন নিশ্চয়ই? অবশ্য এটা জানতে চাওয়া নেহাতই বোকামি। কারণ ভালো থাকবেন বলেই না এতোকিছু! কতো তোয়াজ করে দিনের পর দিন, রাতের পর রাত,কতো কথা, গল্প,হাসি-কান্না, অভিযোগ-অভিমান আর খুনসুটি মিশিয়ে একটা সুন্দর পবিত্র সম্পর্ক গড়ে উঠেছিলো আমাদের। আর আপনি কিনা সমস্ত কিছু অস্বীকার করে বড্ড অবেলায় আমাকে ছেড়ে চলে গেলেন???
কি অদ্ভুত নিয়তি এই আপনাকেই কিনা আমি এতো করে বলেছিলাম, বুঝিয়েছিলাম। আপনি নিজেই আমাকে মিথ্যা মায়ায় জড়িয়ে নিলেন আর শেষে সবটা ছিন্ন করে দিলেন নিজেই।এতো অপমান করার পরেও আমি সাহস জমা করে নিজেকে নিয়ে দাঁড় করেছিলাম আপনার বন্ধক বৃত্তে আর আপনি অবলীলায় নিজের ছায়াটাও সরিয়ে নিলেন আমার কাছ থেকে? আমাকে দেয়া কথাগুলো রাখলেন তো নাই উল্টে আমাকে মিথ্যাবাদী বানিয়ে ছাড়লেন পুরো পৃথিবীর কাছে!
চাইলে আমি অনেক কিছুই বলতে পারতাম।অনেকগুলো মুখোশ টেনে ছিড়ে দিতে পারতাম এবং এখনো পারি,চাইলে আমিও আমার অপমানের যোগ্য বদলা নিতে পারি তবে কি বলেন তো দিন শেষে আমার ভালোবাসাটা ভালোবাসাই আপনার অস্বীকার করায় সেটা পাল্টাবে না।
জানেন,আমি এখনো রাতে ঘুমাতে পারিনা। রাত বাড়লেই আপনি মাথায় ভীড় করেন।মাঝ রাতে আমার আপনার জন্য মন খারাপ হয়। বুকের ভেতর কি যেনো ভেঙে চুরমার হওয়ার শব্দ অনুভূত হয়,আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমার আপনাকে বলতে ইচ্ছে করে আমি আপনাকে ছাড়া ভালো নেই। আমার অনেক কষ্ট হয় আপনার কথা মনে হলে।আমি আপনাকে কল করতে যাই, ডায়াল প্যাডে নাম্বার তুলেও আবার ব্যাকস্পেসে চেপে সবটা ডিলিট। আপনাকে আর আমার কল করে বলা হয়ে উঠে না যে আমি কষ্ট পাচ্ছি, আমার আপনাকে লাগবে। বলা হয়ে উঠেনা শুধু আপনার নিষিদ্ধ নোটিশের কারণে!তারপর আমি আপনার ছবি বের করে বোবা আয়তাকার কাচের ফ্রেমে চেয়ে থাকি অপলক আবার কখনো আপনার ভয়েস রেকর্ড বের করে শুনতে শুনতে ভাবি সবটাই কি মিথ্যা ছিলো???? তারপর মনে পড়ে আপনি সবটা অস্বীকার করেছেন আর শুধু তাই নয় আমার ভালোবাসার বিশুদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
জানেন আজকাল আমি আর কাউকে বুঝাই না আমার যে আপনার জন্য কষ্ট হয় কারণ লাভ নেই কাউকে বলে আমার ভালোবাসা আমার কাছে।
আমার এক জীবনে আমি অনেক কিছুই পেয়েছি তবে আপনি আমার না পাওয়া এক এমন জিনিস যেটা পেয়ে গেলে আর কিছু নিয়ে আমার আফসোস হতো না। তবে আপনার বিরুদ্ধে আমার কোনে অভিযোগ নেই কারণ ওইযে বলেছিলাম ভালোবাসার মানুষদের কখনো অপরাধী করতে নেই তাদেরকে শুধু ভালোবাসতে হয় অন্তর ও আত্মা দিয়ে!
হ্যাঁ,আমি আরো অনেকগুলো দিন ভালোবাসবো আপনাকে।ভালোবাসবো খুব যত্ন করে। আপনি ভুলে গেছেন,অস্বীকার করেছেন আমার সাথের পবিত্র মুহূর্তগুলো নিজের স্বার্থে তবে দিনশেষে আমি যে আপনাকে ভালোবাসি এটা আমার দোষ না।তবে আপনাকে বিশ্বাস করাটা আমার ভুল ছিলো কারণ আমার বিশ্বাসের অংশীদার আপনি ছিলেন!
আপনার কথাতেই আপনার কাছে একটা প্রশ্ন রাখছি- আচ্ছা,আমার বিশ্বাস না ভাঙলে,আমাকে না ঠকালে কি খুব ক্ষতি হয়ে যেতো????
আপনি হয়তো জানেন না, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো সে মানুষটাকে ঠকানো যে মানুষটা আপনাকে কোনো কারণ ছাড়াই বিশ্বাস করেছিলো!
ভালো থাকুক নিষিদ্ধ জ্যোৎস্নায় ঝুলে থাকা আমার বেওয়ারিশ শব্দ ভালোবাসা,ভালো থাকুক আপনার মতো ভালোবাসার স্বপ্ন দেখিয়ে ছেড়ে যাওয়া স্বপ্নের কারিগরেরা।
আমার গল্পের বিশ্বাসঘাতক চরিত্র হয়েও আপনি আমার সবথেকে প্রিয় মানুষ 💔
লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক
যার উদ্দেশ্যে লেখা: Araf Ahmed
