Article

(#71) তোমার কি এখনো মনে পড়ে প্রথম দিনগুলোর কথা

“আশা করি, ভালোই আছো।

তোমার কি এখনো মনে পড়ে প্রথম দিনগুলোর কথা? হয়তোবা মনে পড়ে কারন তোমার আমার সময় কাটানো মুহুর্ত গুলো চাইলেও ভুলে যাওয়া সম্ভব নয়। যদি আমার কথা বলি তাহলে আমি ভুলতেও চাইনা কারন কোনো কিছু ভুলে যাওয়ার চেস্টা করার যে বেদনা তার থেকে সেই অতীত গুলো জীবনের অংশ হিসেবে নাওয়াই শ্রেয়। আমি হয়তো অতটা কেয়ারিং ছিলাম না কিন্তু তোমার সাথে বিন্দু পরিমান বেইমানি করার চিন্তা আমার মাথায় কখনো আসেনি। হয়তো আমি আমার মনের ভাব ঠিকমতো প্রকাশ করতে পারতাম না দিনশেষে তোমাকেই আমার দরকার ছিলো। আমি সবসময় তোমার ভালো চেয়েছি এবং তুমি জানো যে আমি সবসময় তোমাকে ভালো উপদেশ দিতাম। আমি জানি এমন একটা কেয়ারলেস ছেলের থেকে তুমি সামান্য কিছুই আসা করেছিলা তখন আমি সেটা বুজতে পারিনি। সম্পর্কের শেষ দিনগুলো আমার খুবই খারাপ গিয়েছে। আমি সেই সময়ে বুঝেছি যে আমার কি করা উচিত ছিলো কিন্তু সময়টা ছিলো তখন ভুল। কথায় আছেনা ‘সময় গেলে সাধন হয়না’ আমি এমন চঞ্চল একটা ছেলে এক ঝলকে এতটা পরিবর্তন হয়ে যাবো আমি নিজেই মাঝ মধ্যে অবাক হয়ে যাই। কথা বলতে বলতে ঘুমিয়ে যাওয়া, সকালে উঠে ফোনের স্ক্রিনে ৪০-৫০ টা মিসকল দেখা। জানো তখন ঘুমের জন্য কথাও বলতে পারতাম না আর এখন তুমি নেই ঘুম ও নেই। সেই আড্ডা আর নেই। অনেক কিছু বলেছি আসলে খুব অস্থির অনুভব করছিলাম। অনেকের মাঝে সেই তোমাকে খুঁজেছি কিন্তু সখের ভালোবাসার জিনিসটা কম দামি হলেও সেই জিনিসটাই প্রিয়।
তোমার প্রতি আমার কোনো রাগ অভিযোগ নেই। মানুষ বলেনা যা হয় ভালোর জন্যই হয়।ভালো থাকো সবসময় হাসি খুশি থাকো, দোয়া করি।

ইতি
কেয়ারলেস বালক”

 

লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক

যার উদ্দেশ্যে লেখা: নিশাত জাহান সিনথিয়া

cool good eh love2 cute confused notgood numb disgusting fail