Article

(#11) ভয় হয় যদি ছবি দেখার অধিকার টুকুও হারিয়ে যায়

প্রিয় ডাক্তার চিত্র শিল্পী,

জানি আপনি ডাক্তার মানুষ, অনেক ব্যস্ত জীবন। তবু ও বলব সময় করে মাঝে মাঝে রং তুলিতে ডুব দিতে। খানিক স্বাথপর হয়েই বললাম, কেননা কেউ একজন অপেক্ষা করে থাকে আপনার ছবির জন্য। তার প্রহর গুনে আপনার ছবির আশায়। আপনার সাথে আমার পরিচয় ও ছবি দেখে। যদিও আপনি আমাকে চিনবেন না, কোন দিন কথা বলাও হয়নি। কথাবলার জন্য খুব ইচ্ছা হয়, তবুও বিরক্ত করতে ইচ্ছা করে না।ভয় হয় যদি ছবি দেখার অধিকার টুকুও হারিয়ে যায়।তাই মাঝে মাঝে মনে মনে কথা বলি, প্রশংসা করি। আমার ও ছবি আঁকা শিখার খুব শখ ছিল কিন্তু হয়নি। আপনি কিভাবে পারেন এত সুন্দর আঁকতে। আমাকে শিখিয়ে দিবেন ? আর সুন্দর আঁকুন, ভাল থাকবেন।আর এমনি করে মানুষের পাশে থাকবেন। আপনার সাথে আমার অনেক মিল আছে তবে পাথক্য একটা, আপনি আপনার বাবার স্বপ্ন পূরণ করেছেন, আর আমি এখনও ব্যথ। আপনার লেখা পড়ে অনুপ্রেরণা পাই অনেক। আর এই নামটা দিয়ার কারন আপনার কাজ আর গুন একত্রে। অনেক কিছু বললাম ভুল বুঝবেন না। অভিনন্দন ৩৯ BCS Cader 😊

 

ইতি,

আপনার অপরিচিতা।

 

লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক

যার উদ্দেশ্যে লেখা: নাম প্রকাশে অনিচ্ছুক

cool good eh love2 cute confused notgood numb disgusting fail