প্রিয় চিত্র শিল্পী,
কেমন আছেন? নিজের প্রতি কি যত্ন নেননি? নিজের প্রতি যত্নশীল হোন। চেহারার কি অবস্থা হয়েছে,🤔 হুম?
আজ খুব বেশি লিখতে ইচ্ছে হল। তাই আবার ফিরে আসলাম বিরক্ত করতে, আপনার তো সময় নেই। আর এখন কি লিখব কথা খুঁজে পাচ্ছি না ☹️।
আজ রবি ঠাকুরের এই লেখাটি খুব মনে পড়ছে-
ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি…
চিরজন্ম সঙ্গোপনে পূঁজিব একাকী _ _।
নিজের প্রতি যত্নশীল হবেন। নিজের খেয়াল রাখবেন। ভালো থাকবেন।
শুভ সকাল।
ইতি
অপরিচিতা।
লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক
যার উদ্দেশ্যে লেখা: নাম প্রকাশে অনিচ্ছুক
