Article

(#47) যখন বলেছিলি প্রেম করবি,প্রচুর গালি শুনিয়েছি তোকে

প্রিয় বন্ধু,

কিরে বন্ধু কেমন আছিস?জানিস বন্ধু তোর কথা খুব মনে পরে।অনেক কথা বলার ছিল বলবো,বলবো বলে বলা হয়ে উঠেনি,আজ অনেক দিন পর বলতে চাচ্ছি।জানিনা তুই আমার বলা কথাগুলো পাবি কি না,পেলে ও পড়বি কিনা তাও জানিনা।তবুও বলছি!

তুই কি জানিস তুই আমার কে?তুই হচ্ছিস আমার কলিজার বন্ধু! তুইতো সে,যার সাথে কোন দোষ ছাড়া হঠাৎ হঠাৎ ঝগরা।আবার দূরে গেলে প্রচুর মিস।আমি যতই ভুল করি,দোষটা তোকে দিতে বাদ যায়না।আমি অবাক হয় এটা ভেবে!তুই আমাকে আমার থেকেও ভালো চিনিস।যখন বলেছিলি প্রেম করবি,প্রচুর গালি শুনিয়েছি তোকে।তার বদলে আমাকে Insult না করে বলেছিলি আরে পাগলি তুই ছাড়া অনন্য কেউ,ভাবলি কি করে।জানিস আমি খুবই আনন্দিত ও ভাগ্যবান যে,তোকে আমার জীবনে পেয়েছি,,আমার সুখের দিনগুলোতে যদিও তোকে না পেয়েছি কিন্তু আমার দুঃখের দিনে সবার আগে তোকে পেয়েছি।তুই আমার জীবনের সাথেই মিশে আছিস।সুন্দর একটা জীবন তোকে ছাড়া ভাবতে ও পারিনা।জীবন চলার পথটা যখন অন্ধকার মনে হয় তুই এসে আলোর পথ দেখিয়ে যাস।আমি একজন ভালো মানুষ,যখন তুই আমার পাশে থাকিস।আমি খুব বেশি তোর আসার প্রহর গুনি,যখন তোকে আমার খুব প্রয়োজন হয়।কে কি ভাবলো তা নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা ছিল না, আমরা আমাদের ভালোলাগার কাজ গুলোই করতাম।আমি তোকে ধন্যবাদ দিতে চাইনা, আমি চাই আমার এই জীবনের সাথেই তুই মিশে থাকবি।তুই সব সময় আমাকে নতুন কিছু শিখেয়েছিস।আমি আমার এই জীবনে তোকে খুব বিশ্বাস করি এবং ভালোবাসি।

আমার পক্ষ থেকে তোর জন্য একরাশ শুভেচ্ছা ও অসংখ্য গোলাপের পাপরি।

ইতি
তোর দুষ্ট মিষ্টি পিচ্ছি।

 

লেখক: আরুহি

যার উদ্দেশ্যে লেখা: সেম

2203 views
cool good eh love2 cute confused notgood numb disgusting fail