Article

(#55) আপনার ছবি গুলো দেখি  প্রায়ই। একটা কি পেতে পারি আপনার আঁকা?

কেমন আছেন? অনেক দিন পর, প্রায় লিখতে ইচ্ছে হলেও লিখা হয়না।কথা গুলো হারিয়ে যাচ্ছে। হৃদয় আর মস্তিষ্কের টানা পোড়েন ভুল সঠিক সব ভুলে গেছি। শব্দ গুলো ভীড় করছে নিস্তব্ধতার রাজ্যৈ।
আপনার ছবি গুলো দেখি  প্রায়ই। একটা কি পেতে পারি আপনার আঁকা? একটা পদ্মবিল এঁকে দিয়েন তো।
ভালো থাকবেন। নিজের খেয়াল রাখবেন। শুভ রাত্রি।

অপরিচিতা

—————————–

লেখক: নাম প্রকাশে অনিচ্ছুক

যার উদ্দেশ্যে লেখা: নাম প্রকাশে অনিচ্ছুক

cool good eh love2 cute confused notgood numb disgusting fail